প্রতিনিধি, অষ্টগ্রাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার দুপুরে অষ্টগ্রাম হেলিপ্যাড ময়দানে আয়োজিত সুধী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক শহিদ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত সমাবেশে কিশোরগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক রমজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র আন্দোলনে নিহত তনয় চন্দ্র দাসের পরিবারের নিকট নগদ দুই লক্ষ টাকা হস্তান্তর করেন।
অষ্টগ্রাম উপজেলা শাখার আমির আশরাফুল হকের সভাপতিত্বে উক্ত দোয়া ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারী শামসুল আলম সেলিম ও বায়তুল মাল সেক্রেটারী মোশারফ হোসাইন লোকমান।
উল্লেখ্য, নিহত তনয় দাস উপজেলার ভাটিনগরের বাসিন্দা হরিকান্ত দাসের পুত্র ও কুলিয়ারচর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গাজীপুরের বোর্ড বাজারে পুলিশের গুলিতে নিহত হন।