স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার দুপুর ২টায় বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়। ছয়না, বৌলাই, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চান্দু হাজীর পুকুরে বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাঈম মিয়া’র পরিচালনায় ও শিক্ষক শারাবান তহুরা, আঁখি আক্তার, পান্না আক্তার, সনিয়া আক্তার, নেভি আক্তার এর সহযোগীতায় অনুষ্ঠিত সাতার প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারকারী বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন, ২য় স্থান অধিকার করেছে নবম শ্রেণির শিক্ষার্থী আওয়াল ও ৩য় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাশরুর।
এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক খান। এছাড়াও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ এনামুল হক, মানবাধিকার সাংবাদিক ও গবেষক শেখ ওয়ালিউল্লাহ্, সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক উমর ফারুক, সমাজসেবক মুরাদ মিয়া, আলাল মিয়া, সাংবাদিক ও কলামিস্ট সাদেক আহম্মেদ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।