প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটায় রাঙামাটি সদর হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মতিউর রহমান ভূঁইয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা নদীর উত্তর পাড় ভূঁইয়া বাড়ীর মৃত মফিজ উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার বাদ আসর চরদেহুন্দা ভূঁইয়া বাড়ীর সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মতিউর রহমান ভূঁইয়ার মৃত্যুতে দেহুন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফ শোক প্রকাশ করেছেন।