আব্দুর রহমান রিপন, নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে ১২ই রবিউল আউয়াল নূর নবী হযরত মুহাম্মদ (সা:) শুভাগমন উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহালে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে উপজেলার সর্বস্তরের হাজার হাজার মুসলিম জনতার অংশগ্রহণে জসনে জুলুশ আনন্দ মিছিলটি গতকাল সোমবার দুপুর ২টায় নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহালে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা দেলোয়ার হোসেন পীর সাহেব, সাধারণ সম্পাদক হযরত মাওলানা তৌহিদুল ইসলাম, রোদার পোড্ডা দরবার শরীফের পীর সাহেব মোঃ আব্দুল কাদির (বাদশা মিয়া), পুকুরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব এজেএম শাহাবদ্দিন সাহেব, পশ্চিম নিকলী মাইজহাটি মসজিদের ইমাম বিল্লাল হোসেন আশিকী সাহেব,
আরো উপস্থিত ছিলেন শাহ আলী জাহান মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী ডা. নূর মোহাম্মদ, মো: ওবায়দুল হাসান মামুন, মোঃ এমদাদুল্লাহ, মাওলানা নেয়ামত উল্লাহ নেছারী, মাওলানা মোঃ মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ সাদেকসহ হাজার হাজার তৌহিদী জনতা। এ সময় আলোচকগণ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) জন্মদিন আগামীতে আরও যেন জাঁকজমক পূর্ণভাবে পালন করতে পারি এবং বর্তমানে আমাদের দেশকে অস্থিতিশীল করতে যে দুষ্কৃতিকারীরা মাজার ভাঙছে তা মোটেও কাম্য নয়, ইসলাম আমাদের এই ধরনের শিক্ষা দেয়নি। ইসলাম সব সময় ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়, ধ্বংসযজ্ঞ করা শয়তানের কাজ ।