বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বানিয়াচং শাখার সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় জাতুকর্নপাড়াস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ বানিয়াচং উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহে ….. রাজেউন)।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৫ বৎসর। মৃত্যুসংবাদ শুনার পরপরই এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সিপিবি’র জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও জেলা উদীচী নেতৃবৃন্দ সহযোদ্ধাকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়ীতে যান। তিনি ১ ছেলে, ৪ মেয়ে, ৩ ভাই ভাতিজা-ভাতিজী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নামাজে জানাযা শেষে তাহার দাফন সম্পন্ন হয়।
তাহার এই আকস্মিক মৃত্যুতে জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আজমান আজমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, উদীচী বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রিপন চন্দ্র, সাধারণ সম্পাদক রিতেশ বৈষ্ণব গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।