স্টাফ রিপোর্টার : চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কাছ থেকে সাফকাওলামূলে খরিদা সম্পত্তি ফেরত পেতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করে বিচার প্রার্থনা করেছেন অফুর উদ্দিন পন্ডিত। খরিদা সূত্রে পাওয়া নিজ বসতবাড়ি থেকে নিরীহ অফুর উদ্দিন পন্ডিতকে ভূমিদস্যুরা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে বড়ি থেকে তাড়িয়ে দেয়।
বর্তমানে অফুর উদ্দিন পন্ডিত অন্যের বাড়িতে অতি কষ্টে দিনাতিপাত করছেন বলে দরখাস্তে উল্লেখ করেছেন। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, সদর উপজেলার যশোদল ইউনিয়নের নদার মধ্যপাড়া গ্রামের মৃত আ. রহমানের পুত্র মো. অফুর উদ্দিন পন্ডিত স্বল্প যশোদল মৌজার ৩৮৮ খতিয়ানভুক্ত আহম্মদ আলী নামীয় এস.এ রেকর্ডের পৌনে সাত শতাংশ জমি সাফকাওলামূলে খরিদ করে বসবাস করে আসছিলেন।
গত ০১/০১/২০২৪ তারিখে ভ‚মিদস্যু মো. সবুজ মিয়া, মো. সুজন মিয়া, মো. সজিব মিয়া, মো. গোলাপ মিয়া, রেজিয়া, মো. মেনু মিয়া, মো. ধনু মিয়া, শামসুন্নাহার ও কল্পনা বসতঘর ও রান্নাঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং লুটপাটের মাধ্যমে বাড়ি থেকে নিরীহ অফুর উদ্দিনকে জোরপূর্বক পরিবারসহ বের করে দেন। ভুক্তভোগী অফুর উদ্দিন ভুমিদস্যু সন্ত্রাসীদের হুমকিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
জবরদখলকৃত ভ‚মি উদ্ধার ও ভ‚মিদস্যু সন্ত্রাসীদের বিচার চেয়ে গত ১০/০৯/২৪ তারিখে জেলা প্রশাসক বরাবর এই মর্মে একটি অভিযোগ প্রদান করেছেন। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদমাধ্যমকে জানান ।