প্রতিনিধি, পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ইউপির ১১জন সদস্য উপস্থিত হয়ে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।
পাকুন্দিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন অনাস্থা প্রস্তাব পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অসাদচরণ, স্বেচ্ছাচারিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে ওই ইউপির একজন সদস্য ছাড়া অন্য সকল অর্থাৎ ১১জন ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা চেয়ারম্যন বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন।
উক্ত অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যরা অভিযোগ করেন, ইউনিয়ন কমিটির রেজুলেশন ব্যতীত বিধি বহির্ভ‚তভাবে চেয়ারম্যান বুলবুল আহমেদ নিজ ওয়ার্ডে মোট ৬৫টি বয়স্ক/বিধবা, প্রতিবন্ধী ভাতার উপকারভোগী নির্বাচন করেন। এছাড়া স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১%, ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল, এডিপি, হাট-বাজারের প্রকল্প প্রাক্কলন অনুযায়ী বাস্তবায়ন না করা, বিধি বহির্ভ‚ত এককভাবে মোট বরাদ্দের সিংহ ভাগ প্রকল্প এক ও দুই নম্বর ওয়ার্ডে বাস্তবায়ন করা, অফিস সময়ে উপস্থিত না থাকায় জনগণের চরম ভোগান্তি এবং ইউপি সদস্য, কর্মচারী ও সাধারণ জনগণের সাথে দুর্ব্যবহার করে থাকেন। এজন্য আমরা সকল ইউপি সদস্য চেয়ারম্যান বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করলাম।
ঘটনার ব্যাপারে জানতে জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন জানান, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেয়েছি। বিধি অনুযায়ী তদন্তপ‚র্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।