প্রতিনিধি, কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব কামাল উদ্দিন আল-জাফরি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল মসজিদের ইমাম ও খতিবগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. হাবিবুর রহমান।
এ ছাড়াও কটিয়াদী উপজেলার এ উপলক্ষে প্রশাসন, মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলোতে আলোচনা, ইসলামীক সংগীত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।