প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে নতুন ২৬ জন বয়স্ক, ৩৫ জন বিধবা, ৮৪ জন প্রতিবন্ধী ভাতাভোগীর মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুণধর ইউনিয়ন সমাজকর্মী মো. মানিক মিয়া, ইউপি সচিব মোস্তফা কামাল, ইউপি সদস্য বাদল ভূঁইয়া, ইউপি সদস্য শাহাব উদ্দিন, ইউপি সদস্য আজহারুল ইসলাম বকুল, ইউপি সদস্য মাহবুবুর রহমান মিলন, নারী ইউপি সদস্য হোসনা আক্তার, নারী ইউপি সদস্য সুহিলা আক্তার, ইউপি সদস্য চাঁন মিয়া, ইউপি সদস্য দ্বীন ইসলাম, গুণধর ইউনিয়ন উদ্যোক্তা দেলোয়ার হোসেন প্রমুখ।