স্টাফ রিপোর্টার : গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি করেছে কিশোরগঞ্জ জেলার সরকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। গতকাল দুপুরে কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মস‚চি পালন করেছে শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, এনায়েত হোসেন, হাবিবুর রহমান, মিনহাজ উদ্দিন ভ‚ইয়া, আলী হোসেন, আজহারুল ইসলাম ভ‚ইয়া, মোঃ মাহমুদুল হাসান, আশরাফ‚ন নেছা প্রমুখ। মানববন্ধনে বক্তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্তৃক বিনা উস্কানিতে ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।