স্টাফ রিপোর্টার : সামাজিক ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস। গতকাল বুধবার বিকাল তিনটায় জেলা লিগ্যাল এইড অফিসার এর কার্যালয়ে এ উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
কার্যালয়ের প্রধান কর্মকর্তা সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ এর সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, এডভোকেট মুনীর হাসান, এনজিও ব্র্যাক, পপি, ইপসা, কাইডস্, এনজিও আলোচনায় অংশগ্রহণ করেন।