স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচী তিন ধাপে গত ১৮ সেপ্টেম্বর শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় লিটল বার্ডস কিন্ডারগার্টেন স্কুলের অডিটোরিয়ামে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তৃণম‚ল শাখার সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার। ফ্যাসিলেটেটরের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ সম্পাদক তাহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, সদস্য কামরুন্নাহার ও লিগ্যাল এইড সম্পাদক হাসিনা হায়দার চামেলী। প্রশিক্ষণ পরিচালনা করেন দানাপাটুলি ইউনিয়ন কমিটির সভাপতি মাহমুদা আক্তার শিল্পী। প্রশিক্ষণ গ্রহণ করেন গ্রাম, ইউনিয়ন ও পাড়া কমিটির সংগঠকবৃন্দ।
১৪ সেপ্টেম্বর সকাল ১১টা হতে দিনব্যাপী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনন্যা ফ্যাশন এন্ড টেইলারিং হাউজে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার।
প্রশিক্ষণের বিষয় ও প্রশিক্ষকের নাম- ১. জেন্ডার ধারণা ও জীবন দক্ষতা-তাহমিনা ইসলাম, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক। ২. যৌন হয়রানী ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাস্তব কাজের ধারা-হাসিনা হায়দার চামেলী, লিগ্যাল এইড সম্পাদক, জেলা শাখা। ৩. সংগঠনের কার্যক্রম ও বাস্তব কাজের ধারা-জাহানারা ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা। ৪. নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ ও সিডও সনদ-আতিয়া হোসেন, সাধারণ সম্পাদক, জেলা শাখা। প্রশিক্ষণার্থীর সংখ্যা-২৯ জন। সভা সঞ্চালন করেন মাহমুদা আক্তার শিল্পী, সদস্য জেলা শাখা। সার্বিক সহযোগিতায় মাছুমা আক্তার, আন্দোলন সম্পাদক, জেলা শাখা।
১৮ সেপ্টেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে শহীদ টিটু স্মৃতি পাঠাগারে “নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জেলা শাখার সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি সাহিদা আক্তার খানম।
প্রশিক্ষণের বিষয় ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন-১.সংগঠনের কার্যক্রম ও বাস্তব কাজের ধারা-আতিয়া হোসেন, সাধারণ সম্পাদক, জেলা শাখা। ২.নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ ও সিডও সনদ-অ্যাড. প্রতিভা শীল, অর্থ সম্পাদক, জেলা শাখা। ৩.জেন্ডার ধারণা ও নারীর ক্ষমতায়ন-তাহমিনা ইসলাম, প্রশিক্ষণ,গবেষণা ও পাঠাগার সম্পাদক, জেলা শাখা। ৪.পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০ ও বাস্তব কাজের আইনী ধারা-অ্যাড. হামিদা বেগম, সদস্য জেলা শাখা। প্রশিক্ষণার্থীর সংখ্যা ২৮ জন।