প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ : ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন এবং সিএস অনুযায়ী নদী খননের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সদস্য সচিব আশকর আলীর সঞ্চালনায় আহবায়ক ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, হোসনে আরা বেগম, লাকী বেগম প্রমুখ।
ভুক্তভোগীরা জানান কোন নিয়মের তোয়াক্কা না করেই নদ থেকে প্রতিদিন বালু উত্তোলন করে লুট করা হচ্ছে। অন্যদিকে নকশা বহির্ভূতভাবে দায়সাড়া খনন কাজ চলছে। নিয়ম না মেনে বালু উত্তোলন করার ফলে আশেপাশের বাড়িঘর নদের গর্ভে বিলীন হচ্ছে। বাড়িঘর হারিয়ে মানুষ নিঃস্ব হচ্ছে। সমাবেশ শেষে শহীদ মিনারে অবস্থান কর্মসূচীও পালন করেন প্রতিবাদকারীরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, বালু উত্তোলনের জায়গাটি ঈশ্বরগঞ্জ, ত্রিশাল ও গৌরিপুর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ঈশ^রগঞ্জ থেকে অভিযান পরিচালনা করা কঠিন। ইতোপূর্বে ঈশ^রগঞ্জ এবং ত্রিশাল উপজেলার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সামনেও অন্য উপজেলারগুলোর সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে।