জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা সস্মেলন কক্ষে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার লেঃ কর্নেল ফারহানা আফরীন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি, উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা ভৈরব থানার ওসি মো. মোহাম্মদ হাসমত উলাহ। এসময় স্থানীয় সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্রদেরকে প্রথমে স্মার্ট আইডি কার্ড দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রলয় কুমার সাহা বলেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভৈরব উপজেলার পৌর ও ৭টি ইউনিয়ন পরিষদ এলাকায় ১ লাখ ৮৩ হাজার স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হবে এছাড়া যারা সময় মত নিতে না পারবে পরবর্তীতে অফিস থেকে নেওয়া যাবে।