“শুভ জন্মদিন” আজ আমার আদরের কলিজার টুকরা নোহা মনির তৃতীয় জন্ম দিন। এই দিনটি তোমার জীবনের একটি বিশেষ দিন। সৃষ্টিকর্তার দেওয়া আমার জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ ও সেরা উপহার হচ্ছে তুমি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আমার কোলে তোমাকে দেওয়ার জন্য। আমার ছায়া তলে তোমাকে সারাটা জীবন রাখতে চাই এভাবেই।
”শুভ জন্মদিন”।
তোমার মা ও বাবা