এই দিনের ছড়া
হিংস্র পশুর দল
সুবীর বসাক
খেতে দিলো ভাতের থালা
সঙ্গে যে ডাল-ভাত
ঘটনাটা এফএইচ হলের
তখন মধ্যরাত।
মারার আগে মেটায় তারা
পেটের ক্ষুধার জ্বালা
তারপরেতে নেকড়ে হয়ে
ঝাঁপিয়ে পড়ার পালা।
হিংস্র পশুর দল যে ওরা
এতোটাই বর্বর
মারতে মারতে দেয় পাঠিয়ে
তাকে যমের ঘর।
দৃশ্য দেখে দু’চোখ বেয়ে
নামে পানির ঢল
মানুষ হয়ে তোর কাছে মাপ
চাইছি তোফাজ্জল।