কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন খোকার সভাপতিত্বে ও মাওলানা আশরাফ হোসেন সবুজের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের মাগফিরাত ও অসুস্থদের সুস্থ কামনায় গত শুক্রবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।
তাছাড়াও আলোচনা করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আ. আওয়াল, কটিয়াদী পৌর জামায়াতের আমীর মাওলানা আলী কাউসার রণি, পৌর সেক্রেটারি আনিসুজ্জামান রুবেল মাস্টার, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, আদর্শ শিক্ষক ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি শাহ আহমদ আলী বিএসসি প্রমুখ।