স্টাফ রিপোর্টার : কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে আসা শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহ আলমকে (কয়েদি নং ৬০৮৭) গ্রেফতার করেছে কিশোরগঞ্জ র্যাব-১৪। তাকে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে একটার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মো. শাহ আলম (২৬) কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার পুত্র। ২০১৪ সালের মে মাসে কিশোরগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত তিন বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার (কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৯(৫)২০১৪, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯/২) বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
পরে তাকে কিশোরগঞ্জ কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় শাহ আলম কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায়। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. আশরাফুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।