এই দিনের ছড়া
অশান্ত পাহাড়
সুবীর বসাক
পাহাড় ফের অশান্ত হয়
আগুন জ্বালে কারা
প্রায়ই কেন এই ঘটনা
দেয় যে মাথাচাড়া।
পাহাড়ি আর বাঙালি ভাই
ছিলাম মিলেমিশে
এ দেশ আমার এ দেশ তোমার
তফাৎ করো কীসে?
সম্প্রীতির এই যে বাঁধন
হঠাৎ যে যায় ছিঁড়ে
হিংসা-দ্বেষের আগুন জ্বলে
সারা পাহাড় ঘিরে।
আগুন দিয়ে দোকান-বাড়ি
পুড়িয়ে করো ছাই
দেশটা হলো মায়ের মতো
আমরা যে ভাই ভাই।