স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ সকল নেতা-কর্মীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ডা. মো. আ. হাই এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য শেখ আবু ওয়াহাব এর পরিচালনায় মানববন্ধনে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন জাতীয় পার্টি ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের কল্যাণে নিবেদিত পার্টি। কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গত সরকারের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবি সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে দাবি তুলে বক্তব্য রাখেন। পরবর্তীতে জাতীয় পার্টি দলগত ভাবে ছাত্রদের আন্দোলরে প্রতি সমর্থন প্রদান করেন।
তিনি ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও জাতীয় পার্টি ঢাকা ও রংপুরসহ সারা দেশে কেন্দ্রিয় কমিটির নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পার্টির সর্বস্থরের নেতা কর্মীরা সক্রিয় অংশগ্রহণ করে। ছাত্রজনতার আন্দোলনে বিজয় হলে জাতীয় পার্টি ছাত্রজনতাকে অভিনন্দন জানায়।
বক্তারা আরো বলেন আমরা ছাত্র জনতার আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল গোলা পানিতে মাছ স্বীকার করার জন্য উঠে পড়ে লাগছে। বিগত সরকারের রোষানলে পড়ে ষড়যন্ত্রমূলক আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মীনি পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা জানায়। এমনি বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ছাদেকুর রহমান ছাদেক, জাতীয় পার্টির নেতা যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল হুদা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল করিম, জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক জামাল উদ্দিন ভ’ইয়া ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব বাবলু মিয়াসহ প্রমুখ নেতা কর্মীরা।
পরে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা জাতীয় পার্টির আহবায়ক ডা. আ. হাই ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আবু ওয়াহাব নেতা কর্মীদের নিয়ে কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান এর হাতে স্বারকলিপি তুলে দেন।