বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোমান :
সুবীর বসাক এর এই দিনের ছড়া ‘গর্জে ওঠার পালা’ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ১০ চিকিৎসকের বদলে আছেন মাত্র দু’জন কটিয়াদী বাজারে মধ্যরাতে আগুন: অর্ধকোটি টাকার ফার্নিচার পুড়ে ছাই আউয়ালসহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদেপাকুন্দিয়ায় বিএনপি’র বিক্ষোভ ইজতেমা ময়দানে হত্যার প্রতিবাদেঅষ্টগ্রামে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ আশুতিয়াপাড়া শিক্ষা নিকেতনেরবার্ষিক সমাবেশ ও পুরষ্কার বিতরণ কিশোরগঞ্জে ট্রাই-ইউনিটি অ্যালায়েন্সের আয়োজনে বৃত্তি পরীক্ষা হোসেন স্পেশালাইজ্ড হসপিটালের ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন সুবীর বসাক এর এই দিনের ছড়া ‘মব ট্রায়াল’

সিধেঁল চোর থেকে নিকলীর ডন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮২ Time View

ভ্রাম্যমাণ প্রতিনিধি : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নিকলী উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্বগ্রাম বাজার হাটি গ্রামের মো. আল আমিন সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের আর্শীবাদ ও ছত্রছায়ায় পরিণত হন ত্রাসে। মাদক ব্যবসা, চাদাঁবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তোলন, টিআর-খাবিকা প্রকল্পের অর্থ আত্মসাৎ, তদ্বির বাণিজ্য, মিথ্যা পরিচয় ও জোরপূর্বক ভূমি দখল করে সম্পদের পাহাড় গড়েছেন। সেই সাথে তিনি সন্ত্রাস, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি করে হয়ে উঠেন নিকলীর ডন।

অনুসন্ধানে জানা গেছে, আল আমিনের পিতা মো. গোলাপ মিয়া একজন হতদরিদ্র দিনমজুর। পরিবারে অভাব অনটনের কারণে আল আমিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়ে উঠেনি। নিকলী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার হুমায়ুন জানান, ওয়ান ইলেভেন সরকার ক্ষমতায় থাকাকালে আল আমিন পূর্বগ্রাম স্বাধীন চৌধুরীর ঘরে সিধঁ কেটে চুরি করতে ঢুকলে হাতেনাতে ধরা পড়ে এবং এ কারণে সে এক মাস হাজতে ছিল।

জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে তিনি কাজের উদ্দেশ্যে ঢাকার নবাবপুর চলে যান। সেখানে কখনো কোন জুতার দোকানের কর্মচারি আবার কখনো জুতা বানানোর কারিগরের কাজ করতে থাকেন। সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ফুলবাড়িয়া মার্কেটে জুতার দোকানে থাকার সুবাদে আফজাল হোসেনের সাথে আল আমিনের পরিচয় ঘটে এবং এক পর্যায়ে আল আমিন আফজাল হোসেনের চেম্বারে ফরমায়েসি কাজকর্ম করার জন্য নিয়োজিত হয়।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এবং আফজাল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হলে আল আমিন নেতা হিসাবে নিকলীতে আর্বিভ’ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নিকলী উপজেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা জানান, ২০০৮ সালের আগে আল আমিন আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিল না। তিনি নিজেকে স্থান বুঝে কখনো কখনো আফজাল হোসেনের পুত্র, কখনো ভাতিজা আবার কখনো পিএস বলে পরিচয় দিতেন।

ক্ষমতার প্রভাব, অপব্যবহার ও আধিপত্য বিস্তার করে শুরু করেন মাদক ব্যবসা, নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তদ্বির বাণিজ্য, টিআর-খাবিকার অর্থ নয়-ছয়, জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠানসহ ভ‚মি দখল। এসব করে সম্পদের পাহাড় গড়াসহ সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তারসহ ত্রাসের রাজত্ব কায়েম করেন।

আল আমিন ২০১১ সালে ওএমএস এর চাল কালোবাজারে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়লে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান ৫০ হাজার টাকা জরিমানা ও তার ওএমএস ডিলারশীপ বাতিল করেন। একই বছর আল আমিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নিকলী থানা পুলিশের উপর হামলা করে ৬ জন পুলিশকে আহত করে। পুলিশ ঘটনাস্থল থেকেই আল আমিনকে গ্রেফতার করে। এ ব্যাপারে আল আমিনসহ ২৮জনকে আসামি করে নিকলী থানায় একটি পুলিশ এসল্ট মামলা রুজু হয়। মামলা নং- ১১(১১)২০১১,ধারা-১৪৪/৩৩২/৩৫৩/৩৪ দঃ বিঃ।

২০১২ সালে আল আমিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চাদাঁর দাবিতে ষাইটধার হাসপাতাল মোড়ে ঝুটন শীলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। ২০১৮ সালে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জেপু মিয়ার সম্পদ দখল করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আল আমিনের গাল কেটে মারাত্মক জখম হয়। এ ঘটনার পর থেকেই আল আমিন এলাকায় ‘গালকাটা আল আমিন’ নামে বেশি পরিচিত।

২০১৯ সালে আল আমিন তৎকালীন নিকলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারকে অফিসে অপমান করে। আল আমিনের ক্ষমতার দৌড়াত্মে ইউএনও কোন ব্যবস্থা গ্রহণ করতে না পেরে অসহায়ত্ব বোধ করেন। বিগত ৩১/০৫/২০২১ খ্রি. তারিখে নিকলীর মুরগি সোহেল বিপুল পরিমাণ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়। এ ব্যাপারে নিকলী থানায় একটি মামলা হয়। মামলা নং- ১২(৫)২০২১, ধারা- ১৯৭৮ সনের অন্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ)।

পরদিন অর্থাৎ ০১/০৬/২০২১ তারিখে প্রেফতারকৃত আসামি মুরগি সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে তার হেফাজত থেকে উদ্ধারকৃত মজুতকরা অস্ত্রের সাথে আল আমিন জড়িত বলে উল্লেখ করে। সাবেক ছাত্র লীগ সভাপতি ও নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ছত্রছায়ায় ছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ডিগবাজি দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুব লীগ নেতা সুব্রত পালের পক্ষ অবলম্বন করেন। নির্বাচনে আফজাল হোসেন বিজয়ী হলে সেদিন রাতেই আল আমিন বিজয় মিছিল নিয়ে তুলিপের চেয়ারম্যান গেষ্ট হাউজে হামলা, গুলি ও ভাংচুর করে। হোটেলে ৪টি গুলির চিহ্ন আজোবধি স্বাক্ষ্য বহণ করছে। নিকলী থানা পুলিশ ছিল আল আমিনের হাতের মুঠোয়।

ক্ষমতার প্রভাব কাটিয়ে পুলিশকে ব্যবহার করে এলাকার শতাধিক নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। আল আমিন নিকলী নতুন বাজারে আশরাফ উদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান ও নিকলী উপজেলা পরিষদের সামনে গিয়াস উদ্দিনের প্রায় ২ একর ভূমি তার বাহিনী দিয়ে জোরপূর্বক দখলে নেয়।

ঘোড়াউত্রা নদীর চৈন্তীখালি ঘাটে আল আমিন বাহিনীর চাদাঁবাজির উপদ্রব ছিল সবচেয়ে বেশি। পূর্বগ্রাম জঙ্গিল হাটি গ্রামের আলামিন জানান, পূর্বগ্রাম নয়াহাটি গ্রামের রুবেল আল আমিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আল আমিনের সকল অপকর্মের সাথে তিনি যুক্ত এবং প্রধান ক্যাডার। এ ব্যাপারে রুবেলের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ০১৭০৫-৪১৪১৭৭ মোবাইল নম্বরে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

আল আমিনের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা স্বত্তে¡ও তিনি শুধুমাত্র ক্ষমতার প্রভাব কাটিয়ে দীর্ঘদিন পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং পূর্বে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত না থেকেও নিকলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক পদটি ভাগিয়ে নেয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাবার খবর শুনতে পেয়ে সাথে সাথে আল আমিন নিকলী থেকে পালিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের পক্ষে মো. শাহ আলম বাদী হয়ে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আল আমিন অভিযুক্ত পলাতক আসামি। আল আমিন পলাতক এবং মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty