প্রতিনিধি, তাড়াইল : নতুন বাংলাদেশ নির্মাণের আকাক্সক্ষায় প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে শান্তি-স¤প্রীতি বজায় রাখার আহ্বানে কিশোরগঞ্জের তাড়াইলে সর্বদলীয় ফোরাম নিয়ে মতবিনিময় সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) আয়োজনে এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুল।
পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক রবীন্দ্র সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহŸায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সামির হোসেন সাকী, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার নায়েবে আমির মাসুদ, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাফ ভুঁইয়া, গণতন্ত্রী পার্টির তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসিম ভৌমিক, উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের আকাক্সক্ষায় প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে শান্তি-স¤প্রীতি বজায় রাখার জন্য সর্বদলীয় ফোরাম নিয়ে মতবিনিময় সভা ও পদযাত্রার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। কেননা সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে তরুণ নেতৃত্ব বিকাশের জন্য একটি দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একদল সচেতন তরুণদেরকে আত্মজিজ্ঞাসা সৃষ্টির মাধ্যমে স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাবর্তী তরুণ নেতৃত্ব হিসেবে অনুপ্রাণিত, সংগঠিত ও ক্ষমতায়িত করতে হবে। যাতে তারা পরিবর্তনের রূপকার হিসেবে সামাজিক পরিবর্তনে বিশেষ করে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার নেতৃত্ব দিতে পারেন।