ভ্রাম্যমাণ প্রতিনিধি : মাদক মামলায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মো. ইমন মিয়া (১৯) ও মো. মোর্শেদ মিয়া (১৯) কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক মো. হামিদুল ইসলাম গতকাল সোমবার এ রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩/০৩/২০২২ তারিখে র্যাব-১৪ মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া নাটাল মোড় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের পাশে পাকা রাস্তার উপর থেকে ২টি প্লাস্টিকের বস্তায় থাকা ২১ কেজি গাজাসহ মো. ইমন মিয়া ও মো. মোর্শেদ মিয়াকে আটক করে।
আটক করা গাজার আনুমানিক ম‚ল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা। এব্যাপারে র্যাব-১৪ সিপিসি-৩ গোলাম রসুল বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ১৯(গ)/৪১ ধারায় মো. ইমন মিয়া ও মো. মোর্শেদ মিয়াকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মো. ইমন মিয়া ও মো. মোর্শেদ মিয়াকে অভিযুক্ত করে গত ১৪/০৫/২০২২ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো. মোর্শেদ মিয়ার উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
অপর আসামি মো. ইমন মিয়া পলাতক রয়েছে। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ এপিপি এডভোকেট জীবন কুমার রায় এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নাজমুল হক পিন্টু।