আব্দুর রহমান রিপন, প্রতিনিধি, নিকলী : নিকলীতে গাছ থেকে পড়ে গিয়ে আ. কুদ্দুছ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কুদ্দুছ নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
জানা যায়, কুদ্দুছ গত সোমবার সকাল ১০টায় তার নানা বাড়ি দক্ষিণ জালাবাদ গিয়েছিল, বাড়িতে মামা ও মামাতো ভাইকে না পেয়ে বাড়ির সামনে নারিকেল গাছ থেকে ডাব পারার জন্য গাছে ওঠে।
কিন্তু হঠাৎ গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেল্লে তৎক্ষণাৎ মামা ও আশেপাশের লোকজন এসে অটোরিক্সা যুগে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। এ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়ার পথেই মারা যায় কুদ্দুছ। বাড়িতে নিয়ে গিয়ে পুলিশে খবর দিলে নিকলী থানা পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, নারিকেল গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় গতকাল নিকলী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৭/২৪।