জামাল আহমেদ, প্রতিনিধি, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে নকল ব্যান্ডরোল ও স্ট্যাম্প ব্যবহারের দায়ে একটি সিগারেট ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা আদায়সহ ৪ কোটি ৪০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার শিবপুর এলাকার তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিতে দিনব্যাপী যৌথবাহিনীর অভিযানে এসব জরিমানা আদায়সহ নকল ব্যান্ডরোল, স্ট্যাম্প ও সিগারেট জব্দ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের বাসিন্দা লিটন মিয়ার মালিকানাধীন ভৈরবের শম্ভুপুর এলাকার তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিতে বিভিন্ন ব্র্যান্ডের উৎপাদিত সিগারেটে কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনীর অভিযানে দেশের বিভিন্ন নামিদামি নেক্সাস, অরিস, পিয়াকক, স্মার্ট ব্রাক, স্পেশাল ফিলটার ক্লাসিক্যাল, সানামার ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও নকল মোড়ক ও ব্যান্ডরোল ব্যবহারের দায়ে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিকে নগদ দুই লাখ টাকা জরিমানা করেন। তাছাড়াও ৪ লাখ ৫৮ হাজার ৮ শত ২৯ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ব্যান্ডরোল ও স্ট্যাপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক ম‚ল্য ৪ কোটি ৪০ লাখ টাকা।
যৌথবাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা প‚র্বাঞ্চলের রাজস্ব কর্মকর্তা তাহমিদ আহমেদ, নরেশ চাকমা, ঢাকা প‚র্বাঞ্চলের কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট ঢাকা প‚র্বাঞ্চলের ডেপুটি কমিশনার সোহেল রানা, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারহানা আফরীন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুওয়ান আহমেদ রাফি, ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন প্রমুখ।