এই দিনের ছড়া
ষড়যন্ত্র-তত্ত্ব
সুবীর বসাক
যাহাই ঘটে পরের ঘাড়ে
চাপাতে চায় দায়
সবকিছুতে ষড়যন্ত্রের
গন্ধ খুঁজে পায়।
জিনিসের দাম কমে না তো
দিনদিনই বাড়ে
আড়াল থেকে কাঠি নাকি
নাড়ে স্বৈরাচারে!
নামছে পথে রোজই দাবি
আদায় করে নিতে
এটাও নাকি হচ্ছে পাশের
দেশের ইঙ্গিতে।
ষড়যন্ত্রের কথা বলে
দিন করো না পার
একই কথা শুনবে না তো
জনতা বারবার।