প্রতিনিধি, কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলাম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গের গাঁও গ্রামের মৃত জয়নব আলীর ছেলে।
জানা যায়, গত সোমবার দিবাগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাতের কোন একসময় ইসলাম উদ্দিন বারান্দার আঁড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
সকালে তার ঝুলন্ত লাশ দেখে কটিয়াদী থানায় সংবাদ দেয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পর্যাপ্ত সহায়-সম্পদ থাকা সত্তে¡ও দীর্ঘদিন যাবত পরিবারের সদস্যদের দ্বারা নিগ্রহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
কটিয়াদী মডেল থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।