প্রতিনিধি, পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় ইসলামী আন্দোলণের গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বৈরী আবহাওয়ায় পৌরসদরের ডাকবাংলো চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পাকুন্দিয়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি আরিফ হুসাইন ভূঁইয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মো. রোকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা এমদাদুল হক শাকিল ও হাফেজ মাওলানা এমদাদুল হক প্রমুখ। এসময় সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার তারেক ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার উমর ফারুক। বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করেন।
প্রসঙ্গত গত ৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখল, নৈরাজ্য, বৈষম্য ও ভোটের অধিকার হরণকারীদের বিরুদ্ধে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এবং ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এ গণ-সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখা।