এই দিনের ছড়া
ইলিশ সমাচার
সুবীর বসাক
মাছের রাজা তোমার সাথে
দিলাম আমি আড়ি
হঠাৎ কেন দিতে যে চাও
সীমান্তটা পাড়ি।
পদ্মা নদীর মাছের স্বাদ
সবার আছে জানা
ভিনদেশেতে যাবে না ভাই
করি তোমায় মানা।
তুমি তো নও সংখ্যালঘু
ওপার কেন যাবে
আমরা খেয়ে বাড়তি হলে
প্রতিবেশীও খাবে।
ইলিশ মাছের তিরিশ কাটা
সাবধানেতে খেয়ো
ঢেকুর তুলে একটু হলেও
গুণগান যে গেয়ো।