প্রতিনিধি, তাড়াইল, রুহুল আমিন : আসন্ন শারদীয় দুর্গাপ‚জা উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপ‚জার প্রস্তুতিম‚লক এ সভাটি অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহŸায়ক ছাইদুজ্জামান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), বাংলাদেশ সেনাবাহিনী তাড়াইল-করিমগঞ্জের দায়িত্বে থাকা ক্যাপ্টেন আশিক রাব্বানী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই,
এলজিইডি কর্মকর্তা জাহেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, সমবায় কর্মকর্তা শামসুল আলম, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খান, মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আকতার খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক কামরুল ইসলাম ভ‚ঁইয়া, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আবুল মনসুর খান,
উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক সামির হোসেন সাকী, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তাড়াইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিশুক ভৌমিক, সাধারণ সম্পাদক সাগর দে প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ বছর ৯ অক্টোবর ষষ্ঠি প‚জার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ও ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপ‚জা শেষ হবে। এবার তাড়াইল উপজেলায় সর্বজনীন ও ব্যক্তিগতভাবে ১৬টি প‚জামÐপ তৈরি করা হচ্ছে। এরমধ্যে উপজেলা সদর বাজারে ৩টি প‚জামন্ডপ তৈরি করা হচ্ছে।