মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

পাকুন্দিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

প্রতিনিধি, পাকুন্দিয়া, আবু হানিফ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান। এছাড়া তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রতিনিধি দল অংশগ্রহণ করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় জেলা প্রশাসক উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন। একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মতবিনিময় সভায় দেশের আইনশৃঙ্খলা অবস্থা, হাসপাতালগুলোর অব্যবস্থাপনা, বিভিন্ন অফিস আদালতে ঘুস দুর্নীতি, ট্রাফিক সিস্টেম ও পরাজিত শক্তির বিভিন্ন অপতৎপরতার কথা গুরুত্বের সাথে উঠে আসে।
মতামত শোনার পর জেলা প্রশাসক সকলের সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন ও সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি করেন।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মস‚চির আওতায় ২০২২-২৩ অর্থ বছরের শিক্ষাবৃত্তি ৫ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty