প্রতিনিধি, কুলিয়ারচর, মো. নাঈমুজ্জামান নাঈম : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাংলাদেশ মসজিদ মিশন কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় কুলিয়ারচর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মসজিদ মিশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা অলিউর রহমান (মারুফ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশন কুলিয়ারচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু ইউসুফ,
কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ মসজিদ মিশন কুলিয়ারচর উপজেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান, উপদেষ্টা মশিউর রহমান মহসিন, কুলিয়ারচর মডেল মসজিদের মুয়াজ্জিন মোজাম্মিল হোসাইন।
উক্ত সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, ধর্মপ্রাণ মুসলমান ও উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ মসজিদ মিশন কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল বাছির (এমএ)। আলোচনা সভা শুরুর আগে কুলিয়ারচর উপজেলার স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি কর্তৃক সীরাত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।