স্টাফ রিপোর্টার, এম এ আকবর খন্দকার : ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে সারা বিশ্বের ন্যায় কিশোরগঞ্জে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সংগীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, হাতের লেখা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাছিনা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম, জেলা শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য খালেদা ইসলাম।
শিশুদের মাঝে বক্তব্য রাখে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ফারিহা মুসাররাত ও সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের ছাত্র মো. নাবিল রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান আবুল কালাম আজাদ।