প্রতিনিধি, করিমগঞ্জ, দেলোয়ার হোসেন : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শাহাব উদ্দিন। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে করিমগঞ্জ থানায় যোগদান করে দায়িত্ব পালন করছেন। এর আগে কুলিয়ারচর, ইটনা, মিঠামইন থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
ইতিপূর্বে কিশোরগঞ্জ জেলা পুলিশে কর্মরত নতুন কর্মস্থল করিমগঞ্জ থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন করিমগঞ্জ উপজেলাবাসীর কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন। অপরদিকে সদ্য সাবেক ওসি মো. মিজানুর রহমানকে ঢাকা হাইওয়ে পুলিশে সংযুক্ত করা হয়েছে বলে জানা যায়।