স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলাধীন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে পুকুর পাড়ে ঝুলে থাকা সেচের বিদ্যুতের তারে জড়িয়ে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল ২১ এপ্রিল সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়। নিহত সার ব্যবসায়ী মো: শামসুজামান আকন্দ বয়স (৫০) পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুল মোমেনের ছেলে। মরহুমের বড় ভাই জমসেদ মিয়া জানান- ভিটি পাড়া গ্রামের তেকিয়া বিলে মল্লিক মিয়ার সেচের তার মাটিতে পড়ে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। এলাকার লোকজন সকালে জমিতে কাজ করতে গেলে আমার ভাই (মো: শামসুজামান আকন্দকে) মাটিতে পড়ে থাকতে দেখে দ্রæত উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ’আহুতিয়া পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার মুশারফ হোসেন বলেন, আমরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: শামসুজামান আকন্দ নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশটি কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।