মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে কর্মরত সার্ভেয়ারদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৬ Time View

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি-স্বায়ত্বশাসিত দপ্তরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতরা অন্যান্য ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন কর্মসূচি শুরু করেছে। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বানে তিনদিনব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার ছিল কর্মসূচি পালনের প্রথম দিন। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। অবস্থান ধর্মঘট পালনের সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাক মনির হোসাইন, জেলা কমিটির আহŸয়ক মো. মহসিন মিয়া, আ. কাদির মিয়া, আব্দুল আলিম, আলী আহমদ, আতিকুর রহমান, ইয়াসিন পাঠান প্রমুখ।

বক্তাগণ বলেন, ৩ অক্টোবরের মধ্যে তাদের দাবি বাস্তবায়িত না হলে আগামী ৬ অক্টোবর থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর দেশের সকল জেলা প্রশাসক ছাড়াও বিভিন্ন সংস্থা/ দপ্তর প্রধানদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে লিখিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাক মনির হোসাইন জানান, সার্ভেয়ার পদে কিশোরগঞ্জ জেলায় ৩৫/৪০ জন কর্মরত রয়েছেন। তারা ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট, নদী/খাল খনন, বাঁধ, ইমারত নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরিপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাÐে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty