প্রতিনিধি, কটিয়াদী, এম এ কুদ্দুছ : গত সোমবার রাতে কটিয়াদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী কলামহল দরগা জামে মসজিদের পেশ ইমাম খতিব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
প্রধান অতিথি বলেন, নবী (সাঃ) তার আদর্শ ও মতবাদ প্রচারের জন্য দুনিয়াতে এসেছিলেন। তেমনি নবীর (সাঃ) রেখে যাওয়া আদর্শ এবং মতবাদ বাস্তবায়ন আমাদেরকেই করতে হবে। ইসলামের আদর্শের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। তিনি সবাইকে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার আহবান জানান। মাহফিলে শতাধিক যুবক ইসলামী আন্দোলনে যোগদান করেন।