এই দিনের ছড়া
মশার প্রশ্ন
সুবীর বসাক
প্রশ্ন মশার-কই গেলি রে
মেয়র তোকে খুঁজি
এতোদিন তো অনেক জ্বালা
সয়েছি মুখ বুজি।
মারতে মশা কামান করিস্
মশার দিকে তাক
নিধন কাজে নেমে পড়িস্
বাজিয়ে ঢোল-ঢাক।
আমরা তো শেষ হই না কভু
বরং চলি বেড়ে
ক্ষুদ্র প্রাণী হয়েও যে নিই
মানুষের প্রাণ কেড়ে।
ফিরে এলো মশার সুদিন
বুক ফুলিয়ে হাঁটে
পৌরসভা ছেড়ে মেয়র
পালিয়ে দিন কাটে।