প্রতিনিধি, পাকুন্দিয়া, ক.ম মহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া শাখার উদ্যোগে এক গন দাওয়াতি সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা ডাকবাংলা চত্বরে পাকুন্দিয়া পৌর জামায়াতের উদ্যোগে এ গন দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে পৌর জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা ডাকবাংলা চত্বরে জড়ো হতে থাকে।
এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌর জামায়েতের আমির মাওলানা নাজমুল ইসলাম। পৌর জামায়াতের সেক্রেটারি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, থানা জামায়াতের সেক্রেটারি আনম আবদুল্লাহ মোমতাজ, থানা শিবিরের সভাপতি মো. আকরাম হোসেন প্রমুখ।