প্রতিনিধি, কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মস‚চি ও স্মারকলিপি দিয়েছে কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে মানববন্ধন পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় কটিয়াদী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মস‚চিতে উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের স্বতস্ফুর্ত অংশগ্রহণে কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মস‚চি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ইউএনও মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রাপ্তির ন্যায্য দাবীর প্রতি প‚র্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ মো. ইকবাল, নির্বাহী সভাপতি মো. নূরুল আমিন, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খুররম, সাবেক সভাপতি মো. শামসুল আলম, প্রধান শিক্ষক ফারহানা রহমান, প্রধান শিক্ষক আব্দুল হাই, প্রধান শিক্ষক শওকত উদ্দিন খান, আব্দুল্লাহ আল হাদী, বিরাজ কিশোর দেবনাথ প্রমুখ।
এ সময় সহকারী শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করেন কটিয়াদী উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাজহারুল হক জাকির, আব্দুল কাইয়ুম, শফিকুল ইসলাম, শাহিনুর রহমান, সাজিদুল সেলিম, জাহিদ হাসান, রাজ নূর, ইকবাল, শাহিন, এএসএম আলমগীর, আবু হানিফা, মোশাররফ, শরীফ, জসিম উদ্দিন, জামিনুর রহমান, মাজহারুল হক পলাশ, মাহবুবুর রহমান, মহিবুল হাসান প্রমুখ।