প্রতিনিধি, তাড়াইল, রুহুল আমিন : মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কট‚ক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ধর্মপ্রাণ ও তৌহিদী জনতার আয়োজনে তাড়াইল সদর বাজারের থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আশপাশ এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে তৌহিদী জনতা তাদের বক্তব্যে বলেন, গত আগস্ট মাসে রাসুল (সাঃ) কে নিয়ে কট‚ক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।