প্রতিনিধি, কুলিয়ারচর, মো. নাঈমুজ্জামান নাঈম : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘প্রত্যেক মা ও নবজাতকের কাছে পৌঁছানো’ (Reaching Every Mother & Newborn, REMN) কর্মস‚চির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। গত মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর সহযোগিতায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মস‚চি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল আনোয়ার, ইউনিসেফ ডিস্ট্রিক্ট এমএনসিএএইচ অফিসার ডা. মাহফিনা হক বৃষ্টি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর মাহমুদ ও মেডিকেল অফিসার এমসিএইচএফপি কুলিয়ারচর এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ডা. শফিকুজ্জামান মিজান।
উক্ত অনুষ্ঠানে মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্টসহ পরিবার কল্যাণ সহকারী এবং গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, প্রতিটি ইউনিয়নে ৩টি করে মোট ২১টি সেন্টারের মাধ্যমে গর্ভকালীন ৯ মাস সকল গর্ভবতী মায়েদের বিনাম‚ল্যে গর্ভকালীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গর্ভের পরবর্তী শিশুদের সকল টিকা নিশ্চিত করতে REMN কর্মস‚চির উদ্বোধন করা হয়েছে।