এই দিনের ছড়া
বুয়ার দাবি মানতে হবে
সুবীর বসাক
কাজের বুয়া সবাই মিলে
হয়েছি একজোট
ডাকলে পরে ‘কাজের বুয়া’
দিলেতে পাই চোট।
পরের বাড়ি কাজ করি যে
দেয় না কেহ দাম
মোদের আছে বাবা-মায়ের
দেয়া একটি নাম।
সে নাম ধরে ডাকে না কেউ
ডাকে না কেউ বুবু
সারাটা দিন কাজের মধ্যে
খাই যে হাবুডুবু।
তাইতো বাড়ি ঘেরাও করে
পেশ করি যে দাবি
ধর্মঘটে গেলে তখন
সকলে টের পাবি।