স্টাফ রিপোর্টার, রাজন সরকার, পাকুন্দিয়া : কিশোরগঞ্জ পাকুন্দিয়া পৌর বাজার বণিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (২ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক মো. মামুন সরকারের স্বাক্ষরে এ অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে মো. হাবিবুর রহমান দুলালকে আহবায়ক ও মো. আ. হাকিমকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহবায়ক মো. রেজাউল করিম, ডা. মোমতাজুর রহমান হেলাল, মো. হেলাল উদ্দিন হক মিয়া, মো. রফিক মুন্সী, মো. শহিদুল ইসলাম শহীদ, মো. আমির খসরু, মো. রফিকুল ইসলাম রফিক।
সদস্য মো. রফিকুল ইসলাম পলাশ, মো. আ. সাত্তার, মো. ইকবাল হোসেন, মো. মর্শিউল হক উজ্জল, মো. শামছুল আলম সবুজ, মো. মঞ্জিল মিয়া, মো. শাহান শাহ, মো. সজিব মিয়া, মো. মামুন, মো. কাঞ্চন, মো. লিংকন লাট, মো. এনামুল হক সুমন, মো. শাওন, মো. মুমতাজ উদ্দীন, আহসান উল্লাহ নয়ন, মুহিবুল্লাহ বচ্চন, রাকিবুল হাসান রাসেল, মো. শামীম হোসেন, আবুল কাশেম, মিজানুর রহমান, মো. মোনায়েম, আজহারুল ইসলাম আদিল, নাজমুল হক, স্বপন মিয়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকারের স্বাক্ষরিত পত্রে জানা যায়, অ্যাডহক কমিটি গঠিত হওয়ার পরবর্তী ৯০দিনের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ইতিপূর্বে বাজার বণিক সমিতির নির্বাচনের ঘোষিত তফসিলও সাময়িকভাবে স্থগিত সহ পৌরসভার মালিকানাধীন বণিক সমিতির বর্তমান অফিস কক্ষের কোন ধরণের পরিবর্তন বা সংস্কারের ক্ষেত্রে পৌরসভার প্রশাসকের পূর্ব অনুমতি নিতে নির্দেশ দেওয়া হয়।