মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের তিন উপজেলায় বৈধ প্রার্থী ৩৬, প্রত্যাহার ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ Time View
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, বৈধ প্রার্থী ৩৬ জন। গতকাল সোমবার ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. আব্দুস সাত্তার ও ভাইস চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম, হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে মো. মোবারিছ মিয়া, পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. কামাল উদ্দিন, মো. আতাউর রহমান ও আতাউল্লাহ সিদ্দিক মাসুদ এবং ভাইস চেয়ারম্যান পদে মো. আবুল কাশেম।
প্রত্যাহারের পর তিন উপজেলায় বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬ জন। কিশোরগঞ্জ সদরের বৈধ চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- মামুন আল মাসুদ খান, মো. আওলাদ হোসেন ও মো. নাজমুল আলম। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন- আব্দুল জলিল, খালেদ সাইফুল্লাহ সাফাত, মো. আশরাফুল আরিফ, মো. জোবায়ের আলম রাজিব, মোখলেছুর রহমান মিতুল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ হাফিজ উদ্দিন, রিফাত উদ্দিন আহমেদ বচন ও শাহজাহান কবীর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন- তাছলিমা সুইটি, তাহমিনা আক্তার নাজমা ও মোছা. মাছুমা আক্তার।
হোসেনপুর উপজেলায় বৈধ চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন- এম,এ হালিম, মো. আশরাফ হোসেন, মো. নাজমুল আলম, মোহাম্মদ সোহেল, রৌশনারা ও শাহ মাহবুবুল হক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন- ছাবিয়া পারভীন জেনি ও সেলিনা আক্তার।
অন্যদিকে পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থিরা হলেন- এ.কে.এম দিদারুল হক, এ.কে.এম হাবিবুর রহমান চুন্নু, এমদাদুল হক ঝুটন, মো. মকবুল হোসেন ও মো. রফিকুল ইসলাম (রেনু)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন মোছা. ললিতা বেগম ও শামসুন্নাহার বেগম।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম দৈনিক শতাব্দীর কণ্ঠ’কে বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty