সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপার হবিগঞ্জ এর সাথে বাম গনতান্ত্রিক জোটের জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও দাবিনামা পেশ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেন- সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা ফয়সল আহমেদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট রনধীর দাশ, সিপিবি নেতা আজমান আহমেদ, রনজন কুমার রায়, এডভোকেট জিলু মিয়া, এডভোকেট পিনাক দেবনাথ ও জন্টু সরকার।
নেতৃবৃন্দ বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে মানুষ যেমন নতুন করে স্বপ্ন দেখছে আবার ৫ আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী কিছু অনাকাংখিত-নৈরাজ্যকর পরিস্থিতি মানুষকে আশাহত করেছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ কয়েকটি দাবি পেশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।