এই দিনের ছড়া
শত হস্ত দূরে
সুবীর বসাক
কিছু মানুষ এই সমাজে
ডাঁট দেখিয়ে চলে
রাতে ঘুমোয় ছেঁড়া কাঁথায়
খোলা আকাশতলে।
বাপ-দাদার নাম-ঠিকানা
খুঁজে পাওয়া ভার
পোশাক দেখে ভাববে লোকে
মস্ত জমিদার।
লন্ড্রি থেকে চেয়ে পোশাক
পরে সে ঝকমকে
কথার ফাঁদে পড়ে মানুষ
নানানভাবে ঠকে।
তোমার আশেপাশেই পাবে
বেড়ায় তারা ঘুরে
এমন মানুষ থেকে থেকো
শত হস্ত দূরে।