স্টাফ রিপোর্টার : গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ শহর শাখার আমীর মোঃ আনোয়ার হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
প্রধান অতিথি জেলা আমীর সনাতন ধর্মের ভাইদের আস্বস্ত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধ্য অনুসারে সকল ধরনের সহযোগিতা চালিয়ে যাবে যাতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে তাহলে অমুসলিম সকল নাগরিকদের যথাযোগ্য অধিকার প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর শাখার আমীর ক্বারী মাও নজরুল ইসলাম, শহর শাখার নায়েবে আমীর আ ম ম আ হক এবং কিশোরগঞ্জ জেলা উত্তরের ছাত্র শিবিরের সভাপতি শাকিল মাহমুদ ।
হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিগন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসাম্প্রদায়িক সম্প্রতির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং সকল অবস্থায় জামায়াতে ইসলামীকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
উক্ত সভায় কিশোরগঞ্জ শহরের হিন্দু ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।