প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ) রুহুল আমিন : কিশোরগঞ্জের তাড়াইলে গণ-অধিকার পরিষদের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় তাড়াইল সদর বাজার মাদরাসা মার্কেটে গণ-অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ’ স্লোগানকে ধারণ করে গণ-অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, অর্থ সমন্বয়ক শহিদুল ইসলাম ফাহিম, বৈদেশিক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক লায়ন মোহাম্মদ নাসির, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-অর্থ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুখলেছুর রহমান আকন্দ উজ্জ্বল ও কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়ক ইকরাম হোসেন। এছাড়াও গণ সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার বক্তব্যে বলেন, ২০২৩ সালে তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করি। কিন্তু সেই সময় ফ্যাসিষ্ট নির্লজ্জ সরকারের আর্গাবহ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেইনি।
তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের স্বৈরচারী শাসকের ৫ই আগষ্ট পতনের ফলে সাধারণ জনগনসহ রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে। তারই প্রেক্ষিতে গন-অধিকার পরিষদ গত ২ সেপ্টেম্বর নিবন্ধন পান। তারা অতিতেও যেমন সংগ্রাম-আন্দোলনে জনগনের পাশে ছিলো এখনো ঠিক সেই ভাবেই পাশে থাকবে।