এই দিনের ছড়া
ডিমের বাজার
সুবীর বসাক
ডিমের হালি অর্ধশত
পার হয়েছে আগে
এখন নাকি কিনতে গেলে
ষাটটি টাকা লাগে।
মাছ-মাংস যায় না কেনা
ভরসা ছিল ডিম
জোগান দিতে আমিষ দেহে
খাই যে হিমশিম।
লাগাম টেনে ধরতে বেঁধে
দেওয়া হলো দর
সিন্ডিকেটে দাম বাড়াতে
সদা যে তৎপর।
আর খাবো না ডিমের ভাজি
ছেড়েই দেবো রাগে
জানি না তো ডিমের বাজার
আসবে কবে বাগে।